সমগ্র সিলেবাসের উপর একটি বোর্ড মানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বার্ষিক পরীক্ষার প্রতিটি বিষয়ে পাশ নম্বর ৫০%। টার্ম ও বার্ষিক পরীক্ষার আগেই যাবতীয় ফি ও জরিমানা পরিশোধ সাপেক্ষে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হয়। প্রবেশপত্র ব্যতীত কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। বার্ষিক পরীক্ষার ফলাফল, ক্লাসে উপস্থিতি, আচার-আচরণ প্রভৃতি বিষয় বিবেচনা করে প্রতি বছর ০১ জন শিক্ষার্থীকে সামগ্রিক বিষয় বিবেচনায় ‘বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়াও ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হয়।
ক্যাম্পাস-১ :
উত্তর বালুবাড়ি, দিনাজপুর।
ক্যাম্পাস-২ :
বাস টার্মিনাল সংলগ্ন, খামারকাচাই, দিনাজপুর।
Phone:
0531-66163, 66610
Mobile :
01882062201, 0182062202
Web : www.holylandcollege.com