কলেজের নিয়ম শৃঙ্খলা
অনুসরণীয় নিয়মাবলী
- প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সত্য কথা বলার অভ্যাস তৈরি করতে হবে এবং মিথ্যা বলা পরিহার করতে হবে।
- শ্রেণিকক্ষের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে হবে।
- ছাত্র-ছাত্রীর পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে এবং সুশীল আচরণ ও বিনম্র বাচনভঙ্গী অনুশীলন করতে হবে।
- কলেজে কিংবা হোস্টেলে অবস্থানরত ছাত্র-ছাত্রী কোন অশোভন পরিস্থিতির সৃষ্টি করবে না, যা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সৌন্দর্যের পরিপন্থী।
- ধূমপান ও রাজনীতিমুক্ত পরিবেশের বিঘœ সৃষ্টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
- কলেজের পাঠদানে ব্যবহৃত কোনো শিক্ষা উপকরণের ক্ষতি কিংবা বিনষ্ট করা যাবে না।
- কলেজের প্রতিটি মূল্যবান সম্পদ নিজের সম্পদ মনে করে তার ব্যবহার ও সংরক্ষণে যতœবান হতে হবে।
- কর্তৃপক্ষ কর্তৃক প্রচারিত প্রত্যেক বিজ্ঞপ্তি, আদেশ-নির্দেশ সঠিকভাবে পালন করতে হবে।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশিত আচরণ
- শ্রেণিকক্ষে শিক্ষক প্রবেশ করার পূর্বে সকলকে ক্লাসরুমে নিজ নিজ জায়গায় অবস্থান করতে হবে এবং শিক্ষক ক্লাসে প্রবেশ করলে দাঁড়িয়ে সালাম দিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
- জাতীয় সংগীত গাওয়া শেষে ক্লাসে পাঠদান কার্যক্রম শুরু হবে।
- ক্লাসে শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে বই, খাতা, কলম, পেন্সিল বা অন্য কোন শিক্ষা উপকরণ ধার নেয়া বা দেয়া যাবে না।
- শিক্ষকের নিকট কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো বিষয় বুঝতে চাইলে আদবের সাথে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে।
- শ্রেণিকক্ষের দেয়ালে দাগ দেয়া কিংবা নোংরা করা যাবে না। নাস্তা খেয়ে প্যাকেট, উচ্ছিষ্ট, ছেঁড়া কাগজ ও ব্যবহৃত টিস্যু নির্ধারিত বক্সে ফেলতে হবে।
- শিক্ষক ক্লাস শেষে চলে গেলে ক্লাসে হৈচৈ করা যাবে না কিংবা একাধিক শিক্ষার্থী এক সাথে ওয়াশরুমে যাওয়া যাবে না।
- পড়া সঠিকভাবে ডাইরিতে লিখতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য ও নোটিশসমূহ যথাযথভাবে নোট করে নিতে হবে।
শিক্ষার্থীর অন্যান্য পালনীয় বিষয়
- ছেলেদের চুল ছোট রাখতে হবে। মেয়েদের চুল বেণী করে আসতে হবে।
- নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
- নখ বড় রাখা যাবে না। মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত অলংকার পরা যাবে না।
- চুলে কালার করা যাবে না। ছেলেদের ক্ষেত্রে নিয়মিত সেভ করে আসতে হবে। কেউ ধর্মীয় কারণে দাঁড়ি রাখলে তা যথানিয়মে হতে হবে, ফ্যাশনের জন্য নয়।
- ছাত্ররা ছাত্রীদের কিংবা ছাত্রীরা ছাত্রদেরকে কোনো উপহার বিনিময় করতে পারবে না।
- ছাত্র/ছাত্রী অন্য কোনো ছাত্র/ছাত্রীর বাসায় ফোন করতে পারবে না।
- কলেজে মোবাইল, এমপি ৩/৪ অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স যন্ত্র, অস্ত্র, নেইল কাটার কিংবা প্রসাধনী সামগ্রী আনা যাবে না।
- নির্ধারিত সময়ের পূর্বে কলেজে উপস্থিত হতে হবে।
- কলেজ ছুটি হওয়ার পর দ্রুত বাসায় বা হোস্টেলে চলে যেতে হবে।
- হোস্টেলের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা শেষে যথাসম্ভব দ্রুত হোস্টেলে ফিরতে হবে।
শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা মানবচরিত্র বিকাশের একটি সহায়ক শক্তি। শৃঙ্খলাবোধের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে একটি সুশৃঙ্খল জাতি। এ গুণটি ছাত্র জীবনেই তৈরি করে নিতে হয়, যে সব শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলে তাদের উন্নতি ও সাফল্য অনিবার্য। তাই ‘হলি ল্যান্ড কলেজ’-এর ছাত্র-ছাত্রীদেরকে নৈতিকতার চর্চা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা মেনে চলতে নিম্নে বর্ণিত বিশেষ দিক নির্দেশনা অবশ্যই পালন করতে হবে।