২০১৪ সালে এইচ.এস.সি. পরীক্ষায় ‘হলি ল্যান্ড কলেজ’ প্রথমবারের মতো অংশগ্রহণ করেই দিনাজপুর শিক্ষাবোর্ডে ৩য় স্থান এবং দিনাজপুর জেলায় ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করে। একইভাবে ২০১৫ ও ২০১৬ সালের এইচ.এস.সি. পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রতিষ্ঠানটি শতভাগ পাসের গৌরব অর্জন করে।
জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম এর কাছ থেকে শ্রেষ্ঠ কলেজের পুরস্কার গ্রহণ করছেন অত্র কলেজের সহকারি অধ্যাপক জনাব মোঃ মোমিনুর রাব্বাী।
ডিজিটাল মেলা–২০১৭ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসাবে স্বীকৃতি অর্জন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় একসেস টু ইনফরমেশন প্রোগ্রামে দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল মেলা–২০১৭ উপলক্ষে হলি ল্যান্ড কলেজ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি অর্জন করে।
জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ–২০১৭ প্রতিযোগিতায় দ্বাদশ বিজ্ঞান শ্রেণির শিক্ষার্থী মোতাহারা খানম মনিরা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সম্মানের গৌরব অর্জন করে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করে।
জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড–২০১৭ উপলক্ষে সারাদেশ থেকে বাছাইকৃত উল্লেখযোগ্য সংখ্যক প্রতিযোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে মোট ৩০ (ত্রিশ) জন শিক্ষার্থী মেধার স্বাক্ষর রাখে। তন্মধ্যে হলি ল্যান্ড কলেজ, দিনাজপুর–এর দু’জন শিক্ষার্থী হৃদয় ঘোষ (দ্বাদশ শ্রেণি) ২২তম ও আরেফিন জান্নাত উর্মি (দ্বাদশ শ্রেণি) ২৩তম স্থান লাভের গৌরব অর্জন করে। হলি ল্যান্ড কলেজের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অভিনন্দন।
ক্যাম্পাস-১ :
উত্তর বালুবাড়ি, দিনাজপুর।
ক্যাম্পাস-২ :
বাস টার্মিনাল সংলগ্ন, খামারকাচাই, দিনাজপুর।
Phone:
0531-66163, 66610
Mobile :
01882062201, 0182062202
Web : www.holylandcollege.com