• শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  

প্রতিষ্ঠানের ইতিহাস


বিসমিল্লাহির রাহমানির রাহিম
কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
উত্তর কাট্টলী, ঈশান মহাজন রোড,  আকবরশাহ্ , চট্টগ্রাম।

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীখ্যাত, বার আউলিয়ার পূণ্যভূমি, বন্দরনগরী চট্টগ্রামের  আকবরশাহ্ থানাধীন  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে পাশে, বঙ্গোপসাগরের উপকূলবর্তী উত্তর কাট্টলীতে  ঐতিহ্যবাহি  এ বিদ্যাপীঠটির অবস্থান।  নারী শিক্ষার  প্রয়োজনীয়তা অনুধাবন করে চট্টগ্রামের কৃতী সন্তান  মরহুম জয়নাল আবেদীন চৌধুরী ১৯৫৫ খ্রিষ্টাব্দে  এ শিক্ষা প্রতিষ্ঠানের গোড়াপত্তন করেন। তাঁর এ মহতী উদ্যোগে সহযোগিতার হাত প্রসারিত করেন বাবু নগেনদ্র লাল দে ও তার পরিবারসহ আরও অনেক শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ও দাতা সদস্য। যাদের মধ্যে উল্লেখযোগ্য  শ্রী  শ্যামা  চরন  চক্রবর্ত্তী,  শ্রী  সারদা  প্রসাদ  দে, শ্রী  রবীন্দ্র  নাথ  দত্ত, এম. আবদুল  গণি  চৌধুরী , উপেন্দ্র  লাল  দাশ, শ্রী  ধীরেন্দ্র  লাল  মিত্র।

মহৎ ব্যক্তিগণ নামের মাঝে সীমাবদ্ধ না থেকে কর্মের মাঝে বেঁচে থাকতে চান। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাতা মরহুম জয়নাল আবেদীন চৌধুরী  ও তাঁর পরিবার এ শিক্ষা প্রতিষ্ঠানটির  পরিচিতি তাদের পারিবারিক সীমানায় বেঁধে না রেখে ঐতিহ্যবাহি জনপদ কাট্টলীকে এর সাথে জড়িয়ে নিয়েছেন এবং কাট্টলীবাসীকে  করেছেন সম্মানিত। শিক্ষাপ্রতিষ্ঠানটির নামকরণের দিকে লক্ষ্য করলে তা বোঝা যায়, ১৯৯৬ সালে বিদ্যালয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক অধিগ্রহন করা হয় । এর আগ পর্যন্ত বিদ্যালয়টির নাম ছিল “কাট্টলী উচ্চ বালিকা বিদ্যালয়” । পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর  ১৯৯৬ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি সিটি কর্পোরেশনের অধিভূক্ত হওয়ার পর নামকরণ করা হয় “ কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়”। ২০১৩ সাল হতে শিক্ষা প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত করা হয় এবং নামকরণ করা হয় ” কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ”।

নোটিশ বোর্ড

অধ্যক্ষ

মো. আবুল কাশেম

ফোন 01815620541

ইমেইল [email protected]

ভিডিও গ্যালারি

যোগাযোগ ও পরামর্শ

ক্যাম্পাস :
North Kattali, AkbarShah, Chattogram

Phone: 01815620541

Facebook : Facebook Page