• শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪  

শিক্ষার্থীর করণীয়


একজন আদর্শ শিক্ষার্থীর করণীয়

নিয়মিত প্রাত্যহিক সমাবেশে উপস্থিত থেকে জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করা।

যথা সময়ে প্রতিষ্ঠানে আসা এবং বাড়ীতে ঠিকমত পড়ালেখা করা।

প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করে ভবিষ্যৎ জীবনকে সুন্দর ও সার্থক করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা করা।

প্রতিষ্ঠানে এবং শ্রেণিকক্ষের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সচেতন থাকা।

প্রতিষ্ঠানের প্রতিটি জিনিসকে নিজের সম্পদ হিসেবে মনে করা।

মাতা-পিতা এবং গুরুজনদের উপদেশ মেনে চলা ।

বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং ছোটদের প্রতি স্নেহপরায়ণ হওয়া।

মিথ্যা কথা না বলে সত্য বলার সৎ সাহস অর্জন করা।

অনুমতি ব্যতিরেকে কখনো প্রতিষ্ঠান অঙ্গন ত্যাগ না করা।

কুসংস্কার এবং সংকীর্ণতা পরিহার করে প্রতিষ্ঠানের সকলকে আপন মনে করা।

পরীক্ষায় দুর্নীতি এবং অসৎ উপায় অবলম্বন থেকে বিরত থাকা।

অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হওয়া এবং আবেগ প্রবণতা বর্জন করা।

সময়ের মূল্য বুঝে প্রতিটি কাজকর্ম করা।

মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখা।

অন্যের ব্যাঘাত ঘটে এরূপ কাজ থেকে বিরত থাকা।

প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করার সংকল্প থাকা এবং অপরকে উদ্বুদ্ধ করা।

বই, খাতা, কলম টিফিন বক্স ও পানি ব্যতীত অন্যান্য জিনিস ব্যাগে না রাখা।

অলংকার ও প্রসাধনী ব্যবহার হতে বিরত থাকা।

নির্দিষ্ট ইউনিফর্ম পরিধান করে বিদ্যালয়ে থাকা।

মাসের নির্দিষ্ট দিবসে নির্ধারিত ব্যাংকের মাধ্যমে বেতন পরিশোধ করা এবং রসিদ গ্রহণ করা।

নোটিশ বোর্ড

অধ্যক্ষ

মো. আবুল কাশেম

ফোন 01815620541

ইমেইল [email protected]

ভিডিও গ্যালারি

যোগাযোগ ও পরামর্শ

ক্যাম্পাস :
North Kattali, AkbarShah, Chattogram

Phone: 01815620541

Facebook : Facebook Page