• শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪  

অধ্যক্ষের বাণী


 

আস্সালামু আলাইকুম

সরকারের ভিশন ২০২১ ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়া। সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই ডিজিটাল হয়েছে। ডিজিটালের সুফল আমরা সবাই ভোগ করছি। ‘কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের’ সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারীদের ডিজিটাল সুবিধা প্রদানের জন্য ‘ডিজিটাল এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমটি’ চালু করা হয়েছে। 
এখন থেকে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম সফ্টওয়্যারের মাধ্যমে পরিচালিত হবে। শিক্ষার্থীদের সকল ডেটা সংরক্ষণে ম্যানুয়ালের পরিবর্তে ডাটাবেইস ব্যবহার করা হবে। যখনই যে কোনো শিক্ষার্থীর কোনো তথ্য প্রয়োজন হবে, তখনই আমরা যে কোনো স্থান থেকে সেই তথ্য একসেস করতে পারবো। ই-এটেনডেন্সের সাহায্যে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করে হাজিরা নিশ্চিত করা হবে। শিক্ষার্থীরা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথে তাদের আগমন ও প্রস্থানের সঠিক সময় উল্লেখসহ অভিভাবকদের নিকট একটি খুদে বার্তা চলে যাবে; ফলে অভিভাবকরা চিন্তামুক্ত থাকতে পারবে। এই সফ্টওয়্যারটির মাধ্যমে সকল পরীক্ষার ফলাফল স্বয়ক্রিয়ভাবে প্রস্তুত হবে; এতে করে ফলাফল দ্রুত  ও নির্ভুলভাবে প্রকাশ করা যাবে। যে কোনো নোটিশ অতি সহজেই শিক্ষার্থী ও অভিভাকদের নিকট পৌঁছানো যাবে। ব্ল্যান্ডেড লার্ণিংয়ের সুফল পাওয়া যাবে। অভিভাবকরা অভিভাবক প্যানেলের মাধ্যমে তাদের সন্তানদের সকল তথ্য যেমন: উপস্থিতি, অনুপস্থিতি, বেতনের হিসাব, ফলাফল ইত্যাদি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে দেখতে পারবে। এককথায় ওয়ান স্টপ সার্ভিসের সুবিধা পাওয়া যাবে।
সকলের সহযোগিতায় বিদ্যালয়টি চট্টগ্রাম শহরে একটি আদর্শ নারী শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

মো: আবুল কাশেম

অধ্যক্ষ

নোটিশ বোর্ড

অধ্যক্ষ

মো. আবুল কাশেম

ফোন 01815620541

ইমেইল [email protected]

ভিডিও গ্যালারি

যোগাযোগ ও পরামর্শ

ক্যাম্পাস :
North Kattali, AkbarShah, Chattogram

Phone: 01815620541

Facebook : Facebook Page