• বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫  
আপডেট

কলেজের নিয়ম শৃঙ্খলা


অনুসরণীয় নিয়মাবলী

  • প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সত্য কথা বলার অভ্যাস তৈরি করতে হবে এবং মিথ্যা বলা পরিহার করতে হবে।
  • শ্রেণিকক্ষের শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে হবে।
  • ছাত্র-ছাত্রীর পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে এবং সুশীল আচরণ ও বিনম্র বাচনভঙ্গী অনুশীলন করতে হবে।
  • কলেজে কিংবা হোস্টেলে অবস্থানরত ছাত্র-ছাত্রী কোন অশোভন পরিস্থিতির সৃষ্টি করবে না, যা প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও সৌন্দর্যের পরিপন্থী।
  • ধূমপান ও রাজনীতিমুক্ত পরিবেশের বিঘœ সৃষ্টি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
  • কলেজের পাঠদানে ব্যবহৃত কোনো শিক্ষা উপকরণের ক্ষতি কিংবা বিনষ্ট করা যাবে না।
  • কলেজের প্রতিটি মূল্যবান সম্পদ নিজের সম্পদ মনে করে তার ব্যবহার ও সংরক্ষণে যতœবান হতে হবে।
  • কর্তৃপক্ষ কর্তৃক প্রচারিত প্রত্যেক বিজ্ঞপ্তি, আদেশ-নির্দেশ সঠিকভাবে পালন করতে হবে।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশিত আচরণ

  • শ্রেণিকক্ষে শিক্ষক প্রবেশ করার পূর্বে সকলকে ক্লাসরুমে নিজ নিজ জায়গায় অবস্থান করতে হবে এবং শিক্ষক ক্লাসে প্রবেশ করলে দাঁড়িয়ে সালাম দিয়ে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।
  • জাতীয় সংগীত গাওয়া শেষে ক্লাসে পাঠদান কার্যক্রম শুরু হবে।
  • ক্লাসে শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে বই, খাতা, কলম, পেন্সিল বা অন্য কোন শিক্ষা উপকরণ ধার নেয়া বা দেয়া যাবে না।
  • শিক্ষকের নিকট কোনো প্রশ্ন থাকলে কিংবা কোনো বিষয় বুঝতে চাইলে আদবের সাথে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে।
  • শ্রেণিকক্ষের দেয়ালে দাগ দেয়া কিংবা নোংরা করা যাবে না। নাস্তা খেয়ে প্যাকেট, উচ্ছিষ্ট, ছেঁড়া কাগজ ও ব্যবহৃত টিস্যু নির্ধারিত বক্সে ফেলতে হবে।
  • শিক্ষক ক্লাস শেষে চলে গেলে ক্লাসে হৈচৈ করা যাবে না কিংবা একাধিক শিক্ষার্থী এক সাথে ওয়াশরুমে যাওয়া যাবে না।
  • পড়া সঠিকভাবে ডাইরিতে লিখতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য ও নোটিশসমূহ যথাযথভাবে নোট করে নিতে হবে।

শিক্ষার্থীর অন্যান্য পালনীয় বিষয়

  • ছেলেদের চুল ছোট রাখতে হবে। মেয়েদের চুল বেণী করে আসতে হবে।
  • নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
  • নখ বড় রাখা যাবে না। মেয়েদের ক্ষেত্রে অতিরিক্ত অলংকার পরা যাবে না।
  • চুলে কালার করা যাবে না। ছেলেদের ক্ষেত্রে নিয়মিত সেভ করে আসতে হবে। কেউ ধর্মীয় কারণে দাঁড়ি রাখলে তা যথানিয়মে হতে হবে, ফ্যাশনের জন্য নয়।
  • ছাত্ররা ছাত্রীদের কিংবা ছাত্রীরা ছাত্রদেরকে কোনো উপহার বিনিময় করতে পারবে না।
  • ছাত্র/ছাত্রী অন্য কোনো ছাত্র/ছাত্রীর বাসায় ফোন করতে পারবে না।
  • কলেজে মোবাইল, এমপি ৩/৪ অথবা অন্য কোনো ইলেকট্রনিক্স যন্ত্র, অস্ত্র, নেইল কাটার কিংবা প্রসাধনী সামগ্রী আনা যাবে না।
  • নির্ধারিত সময়ের পূর্বে কলেজে উপস্থিত হতে হবে।
  • কলেজ ছুটি হওয়ার পর দ্রুত বাসায় বা হোস্টেলে চলে যেতে হবে।
  • হোস্টেলের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা শেষে যথাসম্ভব দ্রুত হোস্টেলে ফিরতে হবে।

শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা মানবচরিত্র বিকাশের একটি সহায়ক শক্তি। শৃঙ্খলাবোধের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে একটি সুশৃঙ্খল জাতি। এ গুণটি ছাত্র জীবনেই তৈরি করে নিতে হয়, যে সব শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম কানুন যথাযথভাবে মেনে চলে তাদের উন্নতি ও সাফল্য অনিবার্য। তাই ‘হলি ল্যান্ড কলেজ’-এর ছাত্র-ছাত্রীদেরকে নৈতিকতার চর্চা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা মেনে চলতে নিম্নে বর্ণিত বিশেষ দিক নির্দেশনা অবশ্যই পালন করতে হবে।

নোটিশ বোর্ড

Md. Rezaul Karim Chowdhury

Md. Rezaul Karim Chowdhury.   Chattogram City Corporation Mayor  

ভিডিও গ্যালারি

ফটো গ্যালারি

যোগাযোগ ও পরামর্শ

Address :
নগর ভবন, বাটালি হিল, টাইগার পাস, চট্টগ্রাম। Nagar Bhaban, Batali Hill, Tiger Pass, Chattogram, Chattogram Division, Bangladesh.

Phone:
16104, +880 (0)31 616501, +880 (0)31 616508, +880 (0)31 616731