একটি সুস্থ মানবিক সমাজ ও কর্মোদ্যোগী স্বয়ংসম্পূর্ণ জনগোষ্ঠী গড়ে তোলাই শিক্ষার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। বিজ্ঞান ও প্রযুক্তির অসামান্য অগ্রগতির ফলে বিশ্ব ব্যবস্থায় যে বিপুল পরিবর্তন এসেছে সে পরিবর্তনের ধারায় নিজেদের সম্পৃক্ত করতে না পারলে জাতীয় উন্নয়ন যেমন সম্ভব নয়, টিকে থাকাও তেমনি অসম্ভব। বর্তমান যুগের সাথে সমতালে চলতে হলে দেশের তরুণ প্রজন্মকে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি প্রযুক্তিগত শিক্ষা ও জ্ঞানের দ্বারা আলোকিত ও সমৃদ্ধ হতে হবে। একজন শিক্ষার্থীর মনে চিন্তন দক্ষতা, কল্পনাশক্তি, অনুসন্ধিৎসা ও সৃজনশীলতার আগ্রহ সৃষ্টি করে দেয়াই আধুনিক শিক্ষার মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার মানোন্নয়নে ‘হলি ল্যান্ড কলেজ’ শিক্ষার্থীদের ক্ষেত্রে কতিপয় সুপরিকল্পিত ও গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে যা শিক্ষার্থীকে আবশ্যকীয় জ্ঞান, বিষয় ভিত্তিক দক্ষতা অর্জনের পাশাপাশি সুনাগরিক হতে সাহায্য করবে।
Address :
নগর ভবন, বাটালি হিল, টাইগার পাস, চট্টগ্রাম। Nagar Bhaban, Batali Hill, Tiger Pass, Chattogram, Chattogram Division, Bangladesh.
Phone:
16104, +880 (0)31 616501, +880 (0)31 616508, +880 (0)31 616731
Web : http://ccc.org.bd/m