এতদ্বারা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের সকল অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষাঙ্গন অ্যাপে যেসকল শিক্ষার্থীদের যাবতীয় তথ্য আপডেট করা হয়নি তারা অতিশীঘ্রই নিজের তথ্য আপডেট করতে নিম্নোক্ত লিংকে ক্লিক করে-
https://ims.shikkhangon.com/ipsc/ipsc_student_login
স্কুল হতে প্রদত্ত স্টূডেন্ট আইডি দিয়ে লগিন করে ডান পাশে নিচে থাকা "EDIT PROFILE' আইকনে ক্লিক করে প্রদত্ত ফরমটি নির্ভুলভাবে পূরণ করে তথ্য আপডেট করার জন্য স্কুল কর্তৃপক্ষের পক্ষ হতে দৃঢ় ভাবে নির্দেশ করা হচ্ছে।
ফরমটি পূরণ করার পর নিচে একটি সচল ও নির্ভুল মোবাইল নাম্বার দিতে হবে,উক্ত নাম্বারে ১টি OTP পাঠানো হবে এবং OTP টি যথাযথ স্থানে প্রদান করলে Submit Button দেখতে পাবেন।সর্বোপরি Submit Button-এ ক্লিক করে তথ্য আপডেট করতে হবে। বিঃদ্রঃ - যারা এই সকল তথ্য আপডেট করতে অবহেলা করবে অথবা ভুল তথ্য প্রদান করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।